বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
মধুপর্ণা বসু
ঝরা পাতা
মনে হয় যেন বলে 'এসো' -
যেন কবেকার চেনা অন্ধকার
খসে পড়া তারা মৃত্যুতে গহীন
ভুলে গেলেও ভালবেসো।
যেন কবেকার চেনা অন্ধকার
খসে পড়া তারা মৃত্যুতে গহীন
ভুলে গেলেও ভালবেসো।
ভালো লাগলো
ReplyDelete