বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
শম্পা সামন্ত
হাপিত্যেশ
হাপিত্যেশ একটা ঠিকঠাক
প্রেমের জন্য।
তার সঙ্গে যাপন ছিল পঁচিশটা বছর।
তবুও কেন হৃদয় টাটিয়ে থাকে যুৎসই প্রেমের জন্য, বাকি কটা দিন।
পুরুষেরা শরীর ছোঁয় নৈর্ব্যক্তিক। বোঝার বাইরে পড়ে আছে সমতল মনের গঠন।
তার সঙ্গে যাপন ছিল পঁচিশটা বছর।
তবুও কেন হৃদয় টাটিয়ে থাকে যুৎসই প্রেমের জন্য, বাকি কটা দিন।
পুরুষেরা শরীর ছোঁয় নৈর্ব্যক্তিক। বোঝার বাইরে পড়ে আছে সমতল মনের গঠন।
অকাতরে বেজে যায় বাজনা।
অকাতরে আবেশ চেয়ে থাকে দুচোখে আমার।
তবুও এই হাতে গোলাপ তুলতে অসূয়া।
এই পুরুষেরা ডাকে আবেগ মন্বিত রাতে।
সমস্ত রাত জুড়ে পড়ে থাকে ঝর্নার জল।
বিশ্বাস রেখে রেখে ছেলেটার প্রতি।
একবার ভুল করে আষাঢ়স্যে অকাল বৈশাখ।
অকাতরে আবেশ চেয়ে থাকে দুচোখে আমার।
তবুও এই হাতে গোলাপ তুলতে অসূয়া।
এই পুরুষেরা ডাকে আবেগ মন্বিত রাতে।
সমস্ত রাত জুড়ে পড়ে থাকে ঝর্নার জল।
বিশ্বাস রেখে রেখে ছেলেটার প্রতি।
একবার ভুল করে আষাঢ়স্যে অকাল বৈশাখ।
No comments:
Post a Comment