বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতাণু
রঞ্জন ভট্টাচার্য
বাস্তবতা ও অন্যান্য
বাস্তবতা
চাঁদের রোশনাই মনকে উৎফুল্ল করলেও
সূর্যের রশ্মি কখনোই মন পোড়ায় না।
ছলচাতুরি
প্রকৃত বহুরূপী কখনোই ছলনা করে না
মানুষ কখনোই বহুরূপী হয় না।
নিমজ্জিত
প্রশ্নের পর প্রশ্ন করেও যখন
সত্য প্রকাশ হয় না
তখন বুঝতে হবে যে
মিথ্যার সাগরে ডুবে আছে।
আশঙ্কা
লড়াইয়ের সুতো বুঝে ছাড়তে হয়
নয়তো নিজের বিপদ নিজেই ডেকে আনবে।
সূর্যের রশ্মি কখনোই মন পোড়ায় না।
ছলচাতুরি
প্রকৃত বহুরূপী কখনোই ছলনা করে না
মানুষ কখনোই বহুরূপী হয় না।
নিমজ্জিত
প্রশ্নের পর প্রশ্ন করেও যখন
সত্য প্রকাশ হয় না
তখন বুঝতে হবে যে
মিথ্যার সাগরে ডুবে আছে।
আশঙ্কা
লড়াইয়ের সুতো বুঝে ছাড়তে হয়
নয়তো নিজের বিপদ নিজেই ডেকে আনবে।
বাস্তব! ভালো লাগলো। আয়নায় নিজের চেহারা!
ReplyDelete