প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, July 6, 2024

কবিতাগুচ্ছ | যশোধরা রায়চৌধুরী | বেদনাবিষয়ক

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

কবিতাগুচ্ছ

যশোধরা রায়চৌধুরী

বেদনাবিষয়ক

দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আমার যাতনা
এই যাতনার মধ্যে মিশে যাচ্ছে সকলের মথিত করুণা
 
ঢেউয়ে ঢেউ হয়ে আসছে ব্যথাবেদনার অনুভূতি
অনন্ত, সীমানাহীন হয়ে আসছে আত্ম অসন্তুষ্টি আর তজ্জনিত
অসুখ, কত-না!
 
এই তো হাতের মধ্যে ধরে নেওয়া পরমা আকুতি
এই তো হাতের মধ্যে ধরে নেওয়া পড়ে পাওয়া ফল
এই তো সন্তুষ্ট থাকা শিক্ষা করা বর্ণ, পরিচয়...।
 
তবু কেন নিজেকে হারানো আর নিজের লোপের জন্য ভয়।
 
লোপ পেতে ইচ্ছে করে, পতনেরও ইচ্ছে হয় মানুষের? হায়।
নিজের কীর্তিটি তার পরও তার সভামধ্যে অথবা শহরমধ্যে,
বর্শার মতন
পুঁতে রেখে দিতে সাধ হয়।
 
ওদিকে আড়াল রাখে প্রকৃতিও, নীরব, শান্ততা।
ওদিকে যে আলোড়ন প্রতিটি পাতায় আর কুঁড়ির ভেতর
সেইসব রক্ষা করে, লক্ষ্য করে, পরিমাপ করে
 
জীবনের অর্ধ অংশ আরো কেটে যাবে, মনে হয়।
 
বর্শার ফলার বেদনার কাছে, সেও কিছু নয়।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)