বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/যুগলবন্দি/হলদে
খাম/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১
অমিতাভ গুপ্ত সংখ্যা | বেদনা | যুগলবন্দি | সঙ্ঘমিত্রা দাস ও অজয় দেবনাথ
সঙ্ঘমিত্রা দাস
তোমাকে হারিয়ে
ভালবাসা এসেছিল একবার,
সেই প্রথম, সেই শেষবার।
সে আমার মধ্যেই জেগেছিল সারারাত,
শিউলির গন্ধ মেখে দাঁড়িয়েছিল দরজায়।
বিকেল ভেঙে ছায়ার ঘনঘটা
আঁধার মাঝে সেই মুখ, সেই অবয়ব
আজও চিনতে ভুল করিনি
সে ফুলের সুবাসে, মিছে অছিলায়
ভুলেছিলাম সবুজ ধানক্ষেত
নিঠুর ক্ষুধার ক্ষত, দারিদ্র্য যত
মনে হতো তার মাঝে আমি,
প্রেম ছিল রঙিন রূপকথায়।
আজ আর তুমি নেই
আমি মৃতপ্রায় হয়ে আছি
নিজের মাঝেই, একান্তে,
রেখে গেছো অবহেলায়।
বেদনা | যুগলবন্দি | অজয় দেবনাথ ও সঙ্ঘমিত্রা দাস
অজয় দেবনাথ
শূন্য
স্মৃতির সুধা কার না
ভাল লাগে
একান্তে মনের দেউলে
উপচে পড়ে
সুরভিত পাপড়ি সুবাসে
ভরায়
তবু দগদগে ক্ষত জেগে
থাকে
মনে মনে সাতসাগর পাড়ি
দিলে
রাজকন্যের রেশমঘন সোনালি
এলানো চুলে
হাত বোলাতে বোলাতে সুগন্ধে
বিভোর
রাজকন্যেও পরম আবেশে
মাথা রাখত বুকে
চিঠি দেওয়া-নেওয়াও তো
কিছু কম নয়
তারপর সময়ের নিয়মে দেখা
হলে
তার রূপ-যৌবনে মোহ লাগত
মনে
মনে মন মিশে যেত…
নিরালা পার্কে সন্ধ্যার
বেঞ্চিতে
কখনও ঘাসের ওপর
ফরসা ছিপছিপে কমনীয় অঙ্গের মৃদুস্পর্শ
গোলাপি কমলালেবু ঠোঁটে...
আদরে-আদরে দুজনে পাগল
চাকুরি সুবাদে বিদেশ
যেতে হলে
সে যেতে রাজি হলো না
সেই থেকে একান্ত অবকাশে
শূন্য… শূন্য…
মহাশূন্য মাঝে আমি একা…
No comments:
Post a Comment