বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই
শ্রাবণ, ১৪৩১
অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা
সৈয়দ হাসমত জালাল
যদি প্রেম দাও
যদি প্রেম দাও
ভোরের আকাশ তোমাকে পরিয়ে দেবে সোনার মুকুট
নদীর ছোট ছোট ঢেউগুলি এসে ধুয়ে দেবে
তোমার নরম পায়ের পাতা
ভোরের আকাশ তোমাকে পরিয়ে দেবে সোনার মুকুট
নদীর ছোট ছোট ঢেউগুলি এসে ধুয়ে দেবে
তোমার নরম পায়ের পাতা
আর তাকে অলক্তক-রাগে রাঙিয়ে দেবে সূর্যাস্তের আলো
যদি প্রেম দাও
গ্রীষ্মবিকেলের ঠান্ডা হাওয়া শরশর পাতার শব্দ তুলে
ছুটে যাবে দশদিকে
গাঢ় জুঁইয়ের গন্ধে ভরে দেবে তোমার আদিগন্ত আঁচল
তোমার খোলাচুলের অন্ধকারে পথ হারাবে
সন্ধ্যাতারার আলো
যদি প্রেম দাও
কবির আঙুল ছুঁয়ে মুক্তোর মতো ঝরে পড়বে শব্দগুঞ্জন
ইমন-কল্যাণে গুনগুন বেজে উঠবে তোমার
সন্ধ্যার একাকী প্রসন্নতা
কবির শব্দে ও অক্ষরে, রঙে ও রেখায়,
অস্ফুট ঝড়ের ভাষায়, দেখো, খুলে যাবে
সোনার মায়াবী দরোজা
যদি প্রেম দাও
গ্রীষ্মবিকেলের ঠান্ডা হাওয়া শরশর পাতার শব্দ তুলে
ছুটে যাবে দশদিকে
গাঢ় জুঁইয়ের গন্ধে ভরে দেবে তোমার আদিগন্ত আঁচল
তোমার খোলাচুলের অন্ধকারে পথ হারাবে
সন্ধ্যাতারার আলো
যদি প্রেম দাও
কবির আঙুল ছুঁয়ে মুক্তোর মতো ঝরে পড়বে শব্দগুঞ্জন
ইমন-কল্যাণে গুনগুন বেজে উঠবে তোমার
সন্ধ্যার একাকী প্রসন্নতা
কবির শব্দে ও অক্ষরে, রঙে ও রেখায়,
অস্ফুট ঝড়ের ভাষায়, দেখো, খুলে যাবে
সোনার মায়াবী দরোজা
দারুন ভালো লাগলো। আবৃত্তি দারুন হবে।
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDelete