বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
উৎপলেন্দু দাস
এই শরৎকালে কন্যাকে পিতা
অবিশ্বাসী হওয়াই নিরাপদ আজকাল
ছদ্মবেশী বন্ধু থাকতে পারে আবার নাও পারে
কিন্তু শত্রু থাকবেই
এই জানাটা বেশি ধ্রুব জীবনে, বিশ্বাস ততটা নয়।
ছদ্মবেশী বন্ধু থাকতে পারে আবার নাও পারে
কিন্তু শত্রু থাকবেই
এই জানাটা বেশি ধ্রুব জীবনে, বিশ্বাস ততটা নয়।
ভয় পেতে পেতে ভয় হারিয়ে যায় একদিন
ঠিকই
কিন্তু অন্তর্বর্তী অভিজ্ঞতা অর্জন বড় কষ্টের
অবশ্য কষ্ট পেলেও এগিয়ে যেতে হয়
না হলে হেরে পিছিয়ে যেতে হয়।
কিন্তু অন্তর্বর্তী অভিজ্ঞতা অর্জন বড় কষ্টের
অবশ্য কষ্ট পেলেও এগিয়ে যেতে হয়
না হলে হেরে পিছিয়ে যেতে হয়।
ভালবাসায় লুকিয়ে থাকতে পারে যৌনতা, কিন্তু
যে কোনো সময় সম্পর্কে সত্যি হয়ে দেখা দিতে পারে হিংস্রতা
পা বাড়ানোর আগে নিজেকে প্রশ্ন করে এগোতে হয়
যদি খটকা লাগে এক পা-ও এগোনো উচিত নয়।
যে কোনো সময় সম্পর্কে সত্যি হয়ে দেখা দিতে পারে হিংস্রতা
পা বাড়ানোর আগে নিজেকে প্রশ্ন করে এগোতে হয়
যদি খটকা লাগে এক পা-ও এগোনো উচিত নয়।
বাবা-মার জীবনবোধ আর তোমার জীবনবোধ
তুলনা না করাই ভাল, এক নয়
পলিটিক্যালি ঠিক থাকার জন্যে যদি বলেও থাকি কখনো
যেন ভীত আমি, সব কথা মনের কথা নয়।
তুলনা না করাই ভাল, এক নয়
পলিটিক্যালি ঠিক থাকার জন্যে যদি বলেও থাকি কখনো
যেন ভীত আমি, সব কথা মনের কথা নয়।
প্রথাগত শিক্ষা কিছু নাহয় হয়ে যাবে
কমবেশি
কিন্তু আত্মরক্ষা অনেক বেশি জরুরি, মনে রেখো মা
তোমার শরীরে তোমারই অধিকার, অন্য কারুর নয়
সইতে পারব না আমি, তোমার চোখের জল যেন না বয়।
কিন্তু আত্মরক্ষা অনেক বেশি জরুরি, মনে রেখো মা
তোমার শরীরে তোমারই অধিকার, অন্য কারুর নয়
সইতে পারব না আমি, তোমার চোখের জল যেন না বয়।
No comments:
Post a Comment