বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
অম্লান রায় চৌধুরী
বুঝিনি তো!
বলেই, আজ হাজতবাস,
এখানে অবশ্য শৃঙ্খল লাগে না, বলেই,
প্রতিনিয়তই বাঁধা।
চারিদিকে যারা শৃঙ্খলিত,
শুনি তাদের দীর্ঘশ্বাস, আপশোশ,
অবিশ্বাসও আছে।
আমি কিন্তু বিন্দাস, জেনেছি শুনেছি,
বুঝেছি—
কিন্তু বুঝতে দিইনি।
আমি কিন্তু বিন্দাস, জেনেছি শুনেছি,
No comments:
Post a Comment