প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ওয়েটিং লিস্টে আছি... | রতনলাল আচার্য্য

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা রতনলাল আচার্য্য ওয়েটিং লিস্টে আছি ....

Thursday, November 7, 2024

বিচ্ছেদ | ভুবনেশ্বর মন্ডল

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

ভুবনেশ্বর মন্ডল

বিচ্ছেদ


তোমার মূর্তিটা ভাঙছে, ক্রমশ ভাঙছে 
হয়তো শেষে গুঁড়ো হবে থাকবে না চিহ্ন আর
পৃথিবীতে কত সৌধ ধুলো হয়ে গেছে
ভালবাসা দাউ দাউ স্বার্থের সংসার
আজ শামুকের খোলে শীতঘুম নিরাপদ সন্ন্যাস 
হয়তো দেখা হবে না আগের মতো
বুকের গভীরে বিজয়ার সানাই
উমা ফিরে গেছে কৈলাসে
অন্ধ বাউল গায় মনের মানুষ কোথায় 
তবু সেই জলপটি দেওয়া হাত মনে পড়ে  
মনে পড়ে ও-পাতে খাওয়া লঙ্কামুড়ির স্বাদ
গোবরজলে নিকোনো উঠোনে স্নেহ নিষ্পাপ
মনে পড়ে মমতাবৃক্ষে ফোটা সহজিয়া ফুল
অন্ধকারে শুনি এখনও তোমার সহজপাঠ
এখনও ডাকে মাটির হাঁড়িতে রাঁধাভাত
এখনও গোপনে কাঁদায় পুরনো বর্ণমালা
এখনও একলা হয়ে শুনি নিমাইসন্ন্যাস পালা
তবু চলে যাচ্ছি যেতে হচ্ছে ফিরব না আর
ভালবাসা ছাড়া বাঁচে কি সংসার?
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)