বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
এপিটাফের বিরুদ্ধে এপিটাফ
গগনচুম্বী সৌধের আড়ালে আমাদের গোপন
ইচ্ছেগুলি আমলকি বন হয়ে গেছে কবেই
মরণকাতর পরিদের নক্ষত্র নীল চোখ যেদিন দেখেছি, সেদিন থেকেই ডুয়ার্সের হাওয়াবাতাস ভারী হয়ে আছে
মরণকাতর পরিদের নক্ষত্র নীল চোখ যেদিন দেখেছি, সেদিন থেকেই ডুয়ার্সের হাওয়াবাতাস ভারী হয়ে আছে
পাখিদের সাথে বসবাস করতে করতে
তিস্তার খরস্রোতে এসে মিশেছি
এখন ঝোড়ো হাওয়া উঠলেই মনে হয় কাছেপিঠে কোথাও সমুদ্র উপকূলীয় প্রেমের দেবীরা
জেনারেলি নীল আকাশ জুড়ে ঘুরে বেড়ায়
কিন্তু কীসের খেয়ালে সেদিন তোর্সা আর রায়ডাক হয়ে কেন যেন নেমে এসেছিল এই পাহাড়ি উপত্যকায়, তা এখনো সংগোপনে রয়ে গেল
যদিও আদিবাসী রমণীদের মসৃণ
ত্বকে পুঞ্জীভূত মেঘ আদর করে যায় এখনো পরাণসাগরতীরে, হাজার
হাজার বছর আগের এই সব এপিটাফ লেখা বড়োই কঠিন
এপিটাফের বিরুদ্ধে এপিটাফ লিখতে
জীবনানন্দ দাশও পারেননি...
এখন ঝোড়ো হাওয়া উঠলেই মনে হয় কাছেপিঠে কোথাও সমুদ্র উপকূলীয় প্রেমের দেবীরা
জেনারেলি নীল আকাশ জুড়ে ঘুরে বেড়ায়
কিন্তু কীসের খেয়ালে সেদিন তোর্সা আর রায়ডাক হয়ে কেন যেন নেমে এসেছিল এই পাহাড়ি উপত্যকায়, তা এখনো সংগোপনে রয়ে গেল
এপিটাফের বিরুদ্ধে এপিটাফ লিখতে
জীবনানন্দ দাশও পারেননি...
No comments:
Post a Comment