বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
শম্পা
সামন্ত
রিপেয়ারিং
রোজ দেখি
পুরোনো বাড়িটায় কারা যেন বসে থাকে বহমান।
আমি সেই দালানকোঠায় উঠে চোখ বাড়ি নদীর শেষ পাতে।
লেবু ফুলের গন্ধে কিছুটা সড়ক যোজনা।
গাছের ছায়ায় পড়ে থানা নবীকরণ বৃত্তি।
আমি সেই দালানকোঠায় উঠে চোখ বাড়ি নদীর শেষ পাতে।
লেবু ফুলের গন্ধে কিছুটা সড়ক যোজনা।
গাছের ছায়ায় পড়ে থানা নবীকরণ বৃত্তি।
সবুজ সাথী, সাইকেল, যোজনার পর
যোজনা।
যোজন দূরে প্রকল্প।
ইস্কুলের সিঁড়িতে, দেওয়ালে একই ধরণের পাঠচিত্র।
কে যেন আবিস্কার করেছিল প্রথম। পচা, ধসা পলেস্তরা পড়া জ্ঞান।
এত অন্ধকার পেরিয়ে চলে যাচ্ছে কে?
এই পৃথিবী
শীতল হচ্ছে, লাজুক
লতার মতো।
আমরা সবাই যে যার মতো সহনীয় আদর জড়িয়ে রাখছি।
আর শুভ জন্মদিনে ফুর্তির ফোয়ারা ওড়াচ্ছি।
শ্যাম্পেনের বোতলের ছিপি শক্ত হয়ে এঁটে রাখছে সমস্ত অবিশ্বাস।
যোজন দূরে প্রকল্প।
ইস্কুলের সিঁড়িতে, দেওয়ালে একই ধরণের পাঠচিত্র।
কে যেন আবিস্কার করেছিল প্রথম। পচা, ধসা পলেস্তরা পড়া জ্ঞান।
এত অন্ধকার পেরিয়ে চলে যাচ্ছে কে?
আমরা সবাই যে যার মতো সহনীয় আদর জড়িয়ে রাখছি।
আর শুভ জন্মদিনে ফুর্তির ফোয়ারা ওড়াচ্ছি।
শ্যাম্পেনের বোতলের ছিপি শক্ত হয়ে এঁটে রাখছে সমস্ত অবিশ্বাস।
No comments:
Post a Comment