বাতায়ন/মাসিক/গল্পাণু/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | গল্পাণু
রঞ্জনা বসু
উপলব্ধি
"বহু মিথ্যা ও অসত্য শুনতে শুনতে বয়স বাড়লে, একদিন তার মনে হয়, মিথ্যা বলে কিছু হয় না। বাস্তবে যা ঘটে না একমাত্র স্বপ্নেই তার দেখা মেলে।"
গয়ানাথের
মা মরেছে।
আগের রাতে সে স্বপ্নে দেখেছে আট বছর আগে মরে যাওয়া বাবা এসেছে তার মাকে নিয়ে যেতে।
“কোথায় যাচ্ছ?” সে জিজ্ঞাসা করল।
“পৃথিবীর ভিতরে” তার বাবা উত্তর দিল।
তারপর থেকে
সারা দেশ ঘুরে বেড়ায়,
গয়ানাথ। কত মানুষের সাথে কথা হয়, গল্ল হয়। ঘুম ভাঙলে সব ভুলে যায়।
ক্রমে বাস্তব জগৎ থেকে সে সরে আসতে থাকে। সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই,
খিদে পেলে কিছু খায় না হলে নয়। বহু মিথ্যা ও অসত্য শুনতে শুনতে বয়স বাড়লে, একদিন তার
মনে হয়, মিথ্যা
বলে কিছু হয় না। বাস্তবে যা ঘটে না একমাত্র স্বপ্নেই তার দেখা মেলে।
আগের রাতে সে স্বপ্নে দেখেছে আট বছর আগে মরে যাওয়া বাবা এসেছে তার মাকে নিয়ে যেতে।
সমাপ্ত
No comments:
Post a Comment