বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
অজয় দেবনাথ
মিলন
যাবে যদি চলো
প্রেমের সাগরে মেলে দিয়ে ডানা
খেলব অনন্ত অনঙ্গমোহন খেলা…
অবদমিত কদর্যতা নয় আর
নয় মিছে খেলাঘর বাঁধা
সাগরও হিংসায় লিখে নেবে নাম
নিষ্ফল আক্রোশে
ঘনঘন চুম্বনে উন্মাদ করে দেবে বেলাভূমি
আমরা সাগরেরই বুকে ভেসে চলে যাব চিরবসন্তের দেশে…
হয়তো এই-ই অন্তিম সাধ
জীবনে আর যদি না আসে ভোর, না আসুক
তবু কাঙালের মতো চাইব না
যেতে যদি সত্যিই চাও
বৃথা কটাক্ষ ছেড়ে চলে এসো
তারপর… অনন্ত বসন্ত…
প্রেমের সাগরে মেলে দিয়ে ডানা
খেলব অনন্ত অনঙ্গমোহন খেলা…
নয় মিছে খেলাঘর বাঁধা
নিষ্ফল আক্রোশে
ঘনঘন চুম্বনে উন্মাদ করে দেবে বেলাভূমি
আমরা সাগরেরই বুকে ভেসে চলে যাব চিরবসন্তের দেশে…
জীবনে আর যদি না আসে ভোর, না আসুক
তবু কাঙালের মতো চাইব না
বৃথা কটাক্ষ ছেড়ে চলে এসো
তারপর… অনন্ত বসন্ত…
সুন্দর
ReplyDeleteঅনেক ধন্যবাদ।
Deleteঅনন্য চিন্তন
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ জানাই বন্ধু, তবে আপনার পরিচয় পেলে আরো ভালো লাগত।
Deleteখুব সুন্দর
ReplyDeleteঅকুণ্ঠ ধন্যবাদ জানাই কবি, সবসময় সঙ্গে থাকুন।
Deleteসুন্দর
ReplyDeleteধন্যবাদ জানাই বন্ধু। পাঠকের পরিচয় আশা করি।
Deleteচমৎকার একটি কবিতা।
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ জানাই বন্ধু। পরিচয় দিতে অনীহা কেন!
Deleteখুব সুন্দর ভাবনার কাব্যিকতা।
ReplyDeleteঅনেক ধন্যবাদ জানাই দীপকদা।
Deleteভালো লাগলো
ReplyDeleteঅজস্র ধন্যবাদ জানাই জয়ন্তদা।
Deleteখুব সুন্দর লিখেছিস অজয়।
ReplyDeleteধন্যবাদ ডালিয়া। তুই পড়েছিস জেনে খুব ভালো লাগল। ভালো থাকিস, সুস্থ থাকিস, বরাবরের মতো খুব সুন্দর থাকিস।
ReplyDelete