প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Wednesday, January 22, 2025

কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | বর্ণপরিচয়

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | বর্ণপরিচয়

কবি-পরিচিতিসহ

কবিতাগুচ্ছ

কবি রত্নেশ্বর হাজরা

বর্ণপরিচয়


ঘুরে গেলেই একটা ফাঁকা। আমি ফাঁকার মধ্যে দাঁড়িয়ে 
মুঠো থেকে প ছুঁড়ে দিই। প থেকে পৃথিবী এবং প্রশ্ন 
প্রতিবাদ প্রতিশোধ এবং প্রেম ছড়িয়ে পড়ে—
পড়তে পড়তে প্রহর চলে যায়—
 
প্রেম শব্দে প্রভুর চেয়ে প্রেমিকা সহজ- যেহেতু প্রেম
সহজাত কবচকুণ্ডল সহজাত মৃত্যুবোধের সমান
যাকে চেনার ঢের আগে আমাকে ম নামক অক্ষর শিখতে হয়েছে
ম থেকে মধু মধু বাতা ঋতায়তে 
মধুক্ষরতি মৃত্যু—আমি মৃত্যুকে দেখি কিন্তু চিনতে পারি না—
 
ছেলেবালায় চ অফর শিখতে শিখতে কেউ চাঁদ হয় কেউ চন্দন 
আমি চাতক হয়ে উড়ে যেতাম চিহ্ন থেকে চিহ্নহীন একা—
জ-এর উপর জাহাজ ভাসতো নদী পেরিয়ে সমুদ্রে
আমি জল চিনতাম 
জল চিনতে চিনতে জন্ম
জন্ম চিনতে চিনতে
তামি মৃত্যুর কাছে দাঁড়িয়ে থাকি...দাঁড়িয়ে দাঁড়িয়ে
বিন্দুর মতো চিহ্ন থেকে চিহ্নহীন—
 
সংক্ষিপ্ত কবি-পরিচিতি
কবি রত্নেশ্বর হাজরা
 
কবি রত্নেম্বর হাজরা- জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার বরিশালে।
 
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে সরকারী চাকরিতে কবির কর্মজীবন কেটেছে।
 
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "বিষন্ন ঋতু", "লোকায়ত লৌকিক", "জলবায়ু", "গতকাল আজ এবং আমি", "এ দিকে দক্ষিণ", "রাজি আছি” প্রভৃতি।
 
তাঁর অনুদিত গ্রন্থের মধ্যে রয়েছে জয়দেবের গীতগোবিন্দ", "কালিদাসের ঋতুসংহার"।
 
সম্ভবত ১৯৭০ সালে তিনি অতিথি সম্পাদকরূপে "দৈনিক কবিতা"য় একটি সংখ্যা সম্পাদনা করেন।
 

1 comment:

  1. সকলের সময়টা ভরে গেল কবিতাটি পড়ে। অসাধারণ কবি

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)