প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ঝড় | টিকে থাকার সাধনা

বাতায়ন /ঝড়/ সম্পাদকীয়/ ৩ য় বর্ষ/ ১ ম সংখ্যা/ ১লা বৈশাখ,   ১৪৩ ২ ঝড় | সম্পাদকীয় টিকে থাকার সাধনা "প্রত্যেক সাহিত্যসেবীর অন্তরে চিরকালীন...

Tuesday, January 21, 2025

হেমন্তের সোনালি মাঠ কার্তিক পূর্ণিমায় রাসের উজ্জ্বল | জয়ন্ত চট্টোপাধ্যায়

বাতায়ন/প্রেমের Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | কবিতা

জয়ন্ত চট্টোপাধ্যায়

হেমন্তের সোনালি মাঠ কার্তিক পূর্ণিমায় রাসের উজ্জ্বল


দাদু বলতেন, কার্তিকের মাঠে আগুনের খেলা
সে আগুনে ধোঁয়া ঠিক ধোঁয়া নয়, অন্যরকম
অমলিন সাদা মসলিন বিছায় কোন শঙ্খভুজা পরি
জীবনের গন্ধ ভুরভুর ধানখেত ধরে নিবি দুচোখের ফাঁদে
সেইসব অমূল্য ছবি সাজানো চাই মনের দেরাজে
ছুটে যাই শেষ কার্তিকের মাঠে ছুটির আমেজ মাখা রোদ
আর হাওয়া উড়িয়ে দিচ্ছে গামছার শেষ জলকণা
নরম আগুনের মতো চাঁপারং রোদ সোনাধানের শ্রেষ্ঠ প্রসাধন
অন্তহীন দেমাক ঝলমল সুখে বিছিয়ে দিয়েছে দৃশ্যমান
মাকড়সা জাল শিশিরবিন্দু দু-একটি পতঙ্গভুক পাখির চঞ্চু নির্ভুল
কাঁপে রসদের উল্লাসে দার্জিলিং মেঘের মতো কুয়াশাবাতাস
ছুঁয়ে দেয় সারা গা উধাও নক্ষত্রসময় অপেক্ষার শাঁখ বাজে বাজে
জ্বলবে আকাশপ্রদীপ তারপর হঠাৎ জ্বলে উঠবে তারাদল
ভরন্ত চাঁদ বলে দেবে রাসপূর্ণিমা সাজিয়ে দিচ্ছে উৎসব
রাধা ও মাধব সখীদল অজস্র সখা গড়ে নেবে কুঞ্জের আড়াল
নাচের মুদ্রা আর বিভঙ্গ বাঁশি কলকণ্ঠ হাস্য ও লাস্যে
রসের উৎস্রোত কখনো শব্দহীন কখনো মুখর
সার্থক জীবনবোধের শব্দিত চিত্রকল্পগুলি আঁকা হবে
অবচেতনার ভাঁজে ভাঁজে আলতামিরার উদ্দীপনা অজান্তেই
সাজিয়ে দেবে রাত্রিলিপির অমূল্য ভাস্কর্যগুলি সযত্নপ্রয়াসে
 

No comments:

Post a Comment

১৪৩২-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)