বাতায়ন/প্রেমের
Rush-লীলা/গল্পাণু/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | গল্পাণু
পুষ্প
সাঁতরা
আগুন ও ঘি
"আমি রাধা - রামী হতে চাই না, লায়লা আমি, তুমি মজনু হয়ে আমাকে জাপটে ধরো। আধা ঘুম, আধা জাগরণে কামবাণে জর্জরিত করো, তোমার শরীরের সবটুকু নিংড়ে মন্থন করো, আগুন আর ঘিয়ের যৌথ প্রক্রিয়ায় জ্বলে ওঠে ইন্দ্র-পিপাসা।"
চারুর চোখে মেঘ-মায়া ও সহজিয়া অনুরাগে সিক্ত চোখের ভাষা, টলটলে
শিশিরে ধরে রাখে সহবাস। কী আশ্চর্য! অনিকের চোখের ভাষাও এক। অনিকের
মধুর সঞ্চয়ে নীল অন্ধকার! সর্বনাশের জন্য বুকের ভিতর আইঢাই
করে, চারুর
পানপাতার আবরণে ছবি আঁকে চোখ। নিজস্ব কম্পনে, হৃদয়ের প্রবেশদ্বারে দু’ দ্বারিকে নমনীয় করে ভিজে যায় স্বপ্ন-কথা। চারু
বলে, 'আমি
রাধা - রামী হতে চাই না,
লায়লা আমি, তুমি
মজনু হয়ে আমাকে জাপটে ধরো। আধা ঘুম, আধা জাগরণে কামবাণে জর্জরিত করো, তোমার
শরীরের সবটুকু নিংড়ে মন্থন করো, আগুন আর ঘিয়ের যৌথ প্রক্রিয়ায় জ্বলে ওঠে ইন্দ্র-পিপাসা। এখন অনিক আর চারুর বিছানায় চাঁদ এসে পাশে শোয়!
সমাপ্ত
No comments:
Post a Comment