প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Wednesday, January 22, 2025

শেষ দেখা | অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য

বাতায়ন/প্রেমের Rush-লীলা/গল্পাণু/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | গল্পাণু

অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য

শেষ দেখা


"দুটো চুল্লিতে দুটো বডি পুড়ছে। সুচরিতার ছেলেমেয়ে নাতি সবাই অপেক্ষা করছে অস্থির জন্য। মানবের ভাইপোও অপেক্ষা করছে। কাকার অস্থি গঙ্গায় বিসর্জন দিয়ে সে বাড়ি ফিরে যাবে বিকেলের ফ্লাইটে।"


-মানুষ অনেক স্বপ্ন দেখেকিন্তু চোখের নিমেষে সময় চলে যায়কথাগুলো বলে সামনের নিমগাছের দিকে তাকিয়ে আছে মানব।
সুচরিতা হেসে উঠল- তোমার অভ্যেস আজও বদলায়নি। কিছুতেই সন্তুষ্টি নেই। যখন গ্রামে আসতে বলতে শহর ভাল। আবার শহরে ফিরে গ্রামে আসার বায়না ধরতে। আমায় সব বলেছে তোমার বাবা।
-একটা অপ্রাপ্তি আমায় তাড়া করেছে সারাজীবন। মনে হয়েছে তোমায় পেলে আমার জীবনটা অন্য রকম হত। বেশ গুছিয়ে সংসার করতে পারতাম। এমন ছন্নছাড়া হতাম না।
সুচরিতা আবার হাসে – তোমার রক্তে এমন বাউন্ডুলেপনা, তোমায় বেঁধে রাখার ক্ষমতা আমার ছিল না। এমনভাবেই তোমায় ভালবেসেছিলাম। তবে আমাদের এভাবে এখানে দেখা হয়ে যাবে ভাবিনি।
 
দুটো চুল্লিতে দুটো বডি পুড়ছে। সুচরিতার ছেলেমেয়ে নাতি সবাই অপেক্ষা করছে অস্থির জন্য। মানবের ভাইপোও অপেক্ষা করছেকাকার অস্থি গঙ্গায় বিসর্জন দিয়ে সে বাড়ি ফিরে যাবে বিকেলের ফ্লাইটে।
 
-সুচরিতা, যদি আমাদের আবার দেখা হয়! তুমি জন্মান্তরে বিশ্বাস করো?
-না। তবে ভালবাসায় বিশ্বাস করি।
 
 
সমাপ্ত

 

2 comments:

  1. ভালো লাগলো পড়ে

    ReplyDelete
  2. খুব সুন্দর

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)