বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
সঙ্ঘমিত্রা
দাস
কামনার বিষ
ওদের
সম্পর্কের নাম পরকীয়া
ওদের ভালবাসার নাম রাসলীলা
ওদের প্রেমে মিশে আছে বিষ।
ওরা মনের
তাগিদ ছুঁড়ে ফেলে দিয়ে
তন্ন তন্ন করে শরীর খুঁজে ফেরে,
মনকে
ছিন্নভিন্ন করে কামনায় মরে।
অমৃতের
পরোয়া নয়, বিষ
পানে বিষহরি ওরা।
ওরা পোড়ে, হৃদয়
পোড়ায়
ওরা ভোগের আগুনে পুড়ে ছাই হয়
মৃত ভালবাসার বিভূতিতে আঁকে ললাট তিলক।
জীবনের টুটি
চেপে কামনার প্রাসাদ গড়ে
মানুষের ভালবাসা চুরি করে অ-সুখ বিলায়,
ওরা প্রেমের
নামে রচে রাসলীলা।
অমৃতের
পরোয়া নয়, বিষ
পানে বিষহরি ওরা।
ওদের ভালবাসার নাম রাসলীলা
ওদের প্রেমে মিশে আছে বিষ।
তন্ন তন্ন করে শরীর খুঁজে ফেরে,
ওরা ভোগের আগুনে পুড়ে ছাই হয়
মৃত ভালবাসার বিভূতিতে আঁকে ললাট তিলক।
মানুষের ভালবাসা চুরি করে অ-সুখ বিলায়,
No comments:
Post a Comment