প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ঝড় | টিকে থাকার সাধনা

বাতায়ন /ঝড়/ সম্পাদকীয়/ ৩ য় বর্ষ/ ১ ম সংখ্যা/ ১লা বৈশাখ,   ১৪৩ ২ ঝড় | সম্পাদকীয় টিকে থাকার সাধনা "প্রত্যেক সাহিত্যসেবীর অন্তরে চিরকালীন...

Thursday, March 13, 2025

একা | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/রং/কবিতা/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
একা
 
আলোর জলরেণু দিয়ে
ধুয়ে দিলাম শরীরের অন্ধকার
বিছানার চারপাশে ছড়িয়ে দিলাম
আমার স্বপ্নকথার কানাগলি
 
নিছক কথার কথা নয়
মশারির পরিপাটি ভাঁজে
পবিত্র উত্তরীয় বিন্যাস করে
তোমার কথা ভেবেছি
 
অথচ তুমি
কখনো জানতে চাওনি
আগামী আমার বৃত্তান্ত
 
কিন্তু বিশ্বাস করো
আকাশের সব নীল
আলোকস্তম্ভের সব নক্ষত্র 
বৃক্ষের আগামী পুষ্প সম্ভাবনা
নিহিত আছে উদাসীন বৈরাগ্যে
 
তবু পথের বাঁকে
চোখ চেয়ে আছে দৃষ্টির দিকে
 
একটি অনন্য অপরাজিতায়
আমি বিমূঢ় অপলক
একা
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)