প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে

বাতায়ন /কবিতাগুচ্ছ /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে মণিজিঞ্...

Monday, May 19, 2025

চর্যাপদের তিন সর্গ... | রতনলাল আচার্য্য

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
রতনলাল আচার্য্য
 
চর্যাপদের তিন সর্গ...
 

কাজলরেখা ভালো নেই। পঞ্চসতীর উত্তরসূরী হয়েও এখনও সময়ের নাগপাশে বন্দি। ধুর্জটির অটল আসনের কাছে এখন আর দয়া চান না বাহু তুলে। অভুক্ত নরনারায়ণরা ঘুরপাক খাচ্ছেন তার চারপাশে। পালনকর্তার ঘুম ভাঙেনি এখনও।

 
নগর বাউলেরা আজকাল আর একতারায় সুর বাধেন না মনের মতো। বসন্তের কোকিলটাও ‘রা’ করে না অভ্যাসবশে। সময়ের ঘূর্ণিপাকে স্থবির হয়ে আছে বলাকাদের আনন্দবিহার। বৃত্তাবদ্ধ হয়ে আছেন নটরাজ নিজেই।
 
অল্পবয়সি রাতটার আর মনে নেই হারানো অতীত। কে জানে কেন যে ফল্গু নদীর জল শুকিয়ে গেছে অকালে। এমন আরো হাজারো জিজ্ঞাসার উত্তর মেলেনি মূর্তিমান সময়ের কাছে। জমকালো এই রাতের অবসান হলে আসবে কি প্রত্যাশার ভোর?
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)