প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে

বাতায়ন /কবিতাগুচ্ছ /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে মণিজিঞ্...

Monday, May 19, 2025

চাঁদের মুখে চুমু | মলয় সরকার

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
মলয় সরকার
 
চাঁদের মুখে চুমু
 

আমরা দুজনে যখন
পূর্ণিমার চাঁদকে প্রথম চুমু খেয়েছিলাম
চাঁদ হেসেছিল।

 
তারপর বহুরাত
নিঃশব্দে বাতাস বয়ে গেছে,
সমুদ্র কল্লোল আরও প্রবল হয়েছে,
আছাড় মেরেছে বালিয়ারির সীমানায়,
শুকিয়ে ঝরেছে ফুটন্ত গোলাপের পাপড়ি-
 
আজ চাঁদের হাসি বাঁকা
আমরা কেউ আর চাঁদকে চুমু খেতে পারি না।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)