প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে

বাতায়ন /কবিতাগুচ্ছ /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে মণিজিঞ্...

Monday, May 19, 2025

দহন— ১ | উজ্জ্বল পায়রা

বাতায়ন/দহন/কবিতাণু/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতাণু
উজ্জ্বল পায়রা
 
দহন— ১
 
এক
 

গোলাপী আজ কাঠের উনানে রান্না করতে গিয়ে
পা-টা পুড়িয়ে ফেলেছে
পোড়া পায়ে মলম লাগাতে লাগাতে
ভাত বেড়ে দেয় সংসারের পাতে...

 
 
দুই
 
একটা বুড়ো সজনে ডাঁটা, যার-
শরীর ফেটে রক্তবীজ ঝরে ঝরে পড়ছে
সবুজ পাতাদের গোল আসরে সেও আজ
নতুন বাতাসের সাথে দুলে দুলে গল্প করছে...
 
 
তিন
 
দাউদাউ জ্বলছে আমার নীরবতা...
আগুনের মুখোমুখি ওপারের মানুষেরাও....
 
বিশ্বস্ততা পুড়ছে, বাড়ি-ঘর-দোকান-পাট
দাউদাউ রক্ত-শিরা
এ আগুনের নাম কী বলতে পারো?
 
 
চার
 
ভালোবাসা নীরবে যে ভার বয়ে যেতে পারে
সর্বংসহা ধরিত্রী মাথা নুয়ায়
তোমার গর্ভে দহন বেড়ে বেড়ে ওঠে
বিকল ভালোবাসা প্রসব করে তুমি মারা যাও...
 

2 comments:

  1. নতুন আখর....
    পেলো ঘর....
    ভাবনার ধারাজল...
    ছুঁয়ে গেল হৃদিতল..।

    ReplyDelete
  2. ধন্যবাদ কবি 🙏 শুভেচ্ছা একরাশ 💐

    ReplyDelete

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)