বাতায়ন/দহন/কবিতাণু/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতাণু
উজ্জ্বল পায়রা
দহন— ১
এক
দুই
একটা বুড়ো সজনে ডাঁটা, যার-
শরীর ফেটে রক্তবীজ ঝরে ঝরে পড়ছে
সবুজ পাতাদের গোল আসরে সেও আজ
নতুন বাতাসের সাথে দুলে দুলে গল্প করছে...
তিন
দাউদাউ জ্বলছে আমার নীরবতা...
আগুনের মুখোমুখি ওপারের মানুষেরাও....
বিশ্বস্ততা পুড়ছে, বাড়ি-ঘর-দোকান-পাট
দাউদাউ রক্ত-শিরা
এ আগুনের নাম কী বলতে পারো?
চার
ভালোবাসা নীরবে যে ভার বয়ে
যেতে পারে
সর্বংসহা ধরিত্রী মাথা নুয়ায়
তোমার গর্ভে দহন বেড়ে বেড়ে ওঠে
বিকল ভালোবাসা প্রসব করে তুমি মারা যাও...
দহন | কবিতাণু
উজ্জ্বল পায়রা
গোলাপী আজ কাঠের উনানে রান্না
করতে গিয়ে
পা-টা পুড়িয়ে ফেলেছে
পোড়া পায়ে মলম লাগাতে
লাগাতে
ভাত বেড়ে দেয় সংসারের
পাতে...
শরীর ফেটে রক্তবীজ ঝরে ঝরে পড়ছে
সবুজ পাতাদের গোল আসরে সেও আজ
নতুন বাতাসের সাথে দুলে দুলে গল্প করছে...
আগুনের মুখোমুখি ওপারের মানুষেরাও....
দাউদাউ রক্ত-শিরা
এ আগুনের নাম কী বলতে পারো?
সর্বংসহা ধরিত্রী মাথা নুয়ায়
তোমার গর্ভে দহন বেড়ে বেড়ে ওঠে
বিকল ভালোবাসা প্রসব করে তুমি মারা যাও...
নতুন আখর....
ReplyDeleteপেলো ঘর....
ভাবনার ধারাজল...
ছুঁয়ে গেল হৃদিতল..।
ধন্যবাদ কবি 🙏 শুভেচ্ছা একরাশ 💐
ReplyDelete