প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে

বাতায়ন /কবিতাগুচ্ছ /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে মণিজিঞ্...

Monday, May 19, 2025

এক লহমায় | অর্পিতা দাস

বাতায়ন/দহন/গল্পাণু/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | গল্পাণু
অর্পিতা দাস
 
এক লহমায়

"সেবির কথায় সম্মতি জানিয়ে শাশুড়িমা এরা হলো শিক্ষিতাবুঝলি রে সেবি, (মুখটিপে মুচকি হেসে) এরা কী আর আমাদের মতো।"


অনেক বুঝিয়েসুঝিয়ে সিদ্ধার্থ রাইমাকে নীচে পাঠায়। আলুথালু বেশে রাইমাকে নীচে নামতে দেখে শাশুড়িমা মধুছন্দাদেবী গলা খাঁকারি দিয়েতা চাকরি তো গ্যাছে, এবার সংসারে একটু মন দাও। রাইমাকে চেয়ারের হাতল ধরে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় আদিখ্যেতা, হুঁ...

 
এঁটো বাসন ধুতে ধুতে মধুছন্দাদেবীর সঙ্গে একযোগে পরিচারিকা সেবি গিন্নিমার বয়স হয়েছে, তিনি কী আর এতো কিছু পারেন... শুধু শুধু বাড়িতে বসে না থেকে দুটো কাজ করলেও তো পারো...
 
সেবির কথায় সম্মতি জানিয়ে শাশুড়িমা এরা হলো শিক্ষিতা, বুঝলি রে সেবি, (মুখটিপে মুচকি হেসে) এরা কী আর আমাদের মতো।
 
রাইমা থই পাচ্ছে না কোথাও। চেনা পরিমন্ডলটা এক লহমায় কেমন অচেনা হয়ে উঠেছে।
 
সমাপ্ত

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)