বাতায়ন/দহন/কবিতা/৩য়
বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
আশীষ কুমার বিশ্বাস
বাসনা
লেখাজোখার হিসাব মিথ্যা
শতাব্দীর প্রাচীন প্রেম!
শম্বুক গতি লোলুপতা তিনকাল
আশনাই আশা আষ্টেপৃষ্ঠে।
নিতম্ব তন্দ্রাবেশ
নেশাখোররা বহুদূর পর্যন্ত বিস্তৃত।
অভ্যাস অমানিশার অঙ্গণে
নগ্ন উদ্যম খাদকে দৃষ্টি।
ছোঁকছোঁক অবগুণ্ঠন
পরিত্রাণ মুলতুবি!
দহন | কবিতা
আশীষ কুমার বিশ্বাস
গচ্ছিত বর্তমান
বাসনা মজলিস যৌবনে
শতাব্দীর প্রাচীন প্রেম!
আশনাই আশা আষ্টেপৃষ্ঠে।
নেশাখোররা বহুদূর পর্যন্ত বিস্তৃত।
নগ্ন উদ্যম খাদকে দৃষ্টি।
পরিত্রাণ মুলতুবি!
No comments:
Post a Comment