প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব

বাতায়ন/ডিভোর্স/ সম্পাদকীয় /৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ , ১৪৩২ ডিভোর্স | সম্পাদকীয় "কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অত...

Saturday, July 26, 2025

বিচ্ছেদের বিদগ্ধ যন্ত্রণা | প্রাণেশ পাল

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
প্রাণেশ পাল
 
বিচ্ছেদের বিদগ্ধ যন্ত্রণা
 

অমীমাংসিত সময়ের ব্যবধানে বয়ে যায়
আমাদের কাঙ্ক্ষিত ভালবাসা,
অব্যক্ত যন্ত্রণায় ভালবাসার স্মৃতিচিহ্ন
মুছে যায় নিশিরাতে, বেহাগ বিন্যাসে!

 
হৃদয়ে রয়ে যায় হৃদয়ের স্পর্শ,
স্মৃতির পাকদণ্ডী বেয়ে যাপনগন্ধী সুখ,
ভালবাসার নাব্যতায় জ্যোৎস্নার আলিঙ্গন,
মিশে যায় অমাবস্যার নিশিরাতে!
 
বিবর্ণ শূন্যতায় জাগতিক বিচ্ছেদ,
নিশিভোরে ঘুম ভাঙা ট্রেনের হুইসেলে,
হৃদয়ের চৌখুপি জুড়ে অপসৃত মায়া,
অদৃশ্য বিনি সুতোর বাঁধনে দুটি হৃদয়!
 
বিচ্ছেদ শুধুই পার্থিব শরীরের,
অপার্থিব মায়ায় অনন্তবিষাদী বাতাসে
ভেসে বেড়ায় বিচ্ছেদের বিদগ্ধ যন্ত্রণা!
 

No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)