প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Saturday, July 26, 2025

ছাড়াছাড়ি | তাপস মাইতি

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
তাপস মাইতি
 
ছাড়াছাড়ি
 

তারপর, সেই থেকে তুমিও মুখ ফিরিয়েছ
আমি যে ফেরাই মুখ
অন্ধকারে সূর্যমুখীর মতো।

 
দুনিয়াটা এরকমই।
পাখি বলো, পশু বলো
গাছ-কীট-পতঙ্গ বলো,
মুখ ফেরায় প্রত্যেকে কোনো না কোনো সময়।
 
ওদের কিছু যায়-আসে না
আমার আসে-যায় এই ছাড়াছাড়িতে
ফুলের কুঁড়িগুলোর দিকে তাকালে
ভয় হয়, কেবল ঝরে পড়ার।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)