প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব

বাতায়ন/ডিভোর্স/ সম্পাদকীয় /৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ , ১৪৩২ ডিভোর্স | সম্পাদকীয় "কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অত...

Saturday, July 26, 2025

ডিভোর্সের ফল | সমর আচার্য্য

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
সমর আচার্য্য
 
ডিভোর্সের ফল
 

মোবাইলে প্রেম করে সব নিচ্ছে করে বিয়ে
দুদিন পরেই ঝগড়া করে যাচ্ছে ছেড়ে দিয়ে,
আধুনিক প্রেম যেন চীন দেশেতে তৈরি
দুদিন পরেই ভালবাসা যাচ্ছে হয়ে বৈরী।

 
খানাপিনা নাচাগানা খুব জোরসে চলে,
একটু বেতাল হলে পরেই বেফাঁস কথা বলে,
ঘরেবাইরে দিনেরাতে আপন ইগো নিয়ে
চলছে বিবাদ ঝুটঝামেলা হাতাহাতি দিয়ে।
 
নিজের শিক্ষা রূপ দেমাগের গর্বে গরবিত
ভালবাসা পুরুষনারীর যাচ্ছে হয়ে মৃত,
সন্তানরা দেখছে তাদের বাবা-মায়ের যুদ্ধ
মরছে ভুগে ভয়ে ত্রাসে হয়ে বাক্য রুদ্ধ।
 
জীবন হচ্ছে ছন্নছাড়া তবু ওরা মুক্ত
থাকতে চায় না নরনারী হয়ে সাথে যুক্ত,
প্রেম পিরিতি ভালবাসা ভাবছে ছেলেখেলা
চাইছে সবাই চাইছে উঠতে সুখ সাগরের ভেলা।
 
পরিণতি যাচ্ছে হেঁটে আদালতের পথে
ছিন্ন করে যুগ্মজীবন চাইছে চড়তে রথে,
ছন্নছাড়া জীবনগুলো চলছে ধুঁকে ধুঁকে
এই অবস্থা দেখে সন্তান বিষণ্ণ মুখে।
 
ডিভোর্স দেওয়ার পরিণতি বুঝছে হাড়ে হাড়ে
একা একা জীবন কাটায় কেউ দেখে না তারে
বাদ দিয়ে সব ঝগড়াবিবাদ পুরুষনারী মিলে
ভালবেসে গড়ে তোল সংসার তিলে তিলে।
 

No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)