প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব

বাতায়ন/ডিভোর্স/ সম্পাদকীয় /৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ , ১৪৩২ ডিভোর্স | সম্পাদকীয় "কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অত...

Saturday, July 26, 2025

বিবাহবিচ্ছেদ ও অন্যান্য | সুশান্ত সেন

বাতায়ন/ডিভোর্স/কবিতাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতাণু
সুশান্ত সেন
 
বিবাহবিচ্ছেদ ও অন্যান্য
 
বিবাহবিচ্ছেদ
 

বিবাহবিচ্ছেদ কথাটি অল্প চালু
ভিভোর্স এই বেশি পছন্দ।
বিবাহবিচ্ছেদে একটু জোড়া লাগা জোড়া লাগা ভাব
ডিভোর্সে দাড়ি সমাপ্তি।
শিশির উপে তপ্ত তপনে ম্রিয়মাণ পাতা।

 
ঝড়
 
মনে মনে না মিলে জীবনভর আক্ষেপ।
মা বললেন - মানিয়ে নাও
মানিয়ে নিতে নিতে মাকে ধরে টানাটানি।
টানতে টানতে দড়ি ছিঁড়ে যায়
কতদিন আর কাপড় শুকাবে পচা দড়িতে
ঝড় এলো মেলা কাপড় ধূসরিত হলো মাটিতে।
 
এখন
 
তুমি চেয়েছিলে তাই আমি কাছে এলাম
না চাইলে দূরে সরে যাব
তুমি আকুল হয়ে ডেকেছিলে তাই সাড়া
স্পন্দন থেমে গেলে কী আর পড়ে থাকে!
ইথারে ইথারে যোগ  - ভালবাসা।
ভালবাসা শুকিয়ে গেলে জীবন নিয়ে সরে যাই
একটাই তো জীবন!
ফুলকে প্রস্ফুটিত হতে দাও।
 
আমার আমি আমার তুমি
 
আমার আমি আমার তুমি
তোমার আমি তোমার তুমি
যোগফল - সারাজীবন
অথবা শূন্যতা।
 

No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)