বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
ধুলোয়
মিশে থাকা চরিত্র
ডিভোর্স | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
মোহ শব্দটির কথা মনে এলে আমি
তার ভেতর দিয়ে
অনুপুঙ্খ উৎসর্গ দেখতে পাই
অথচ উৎসর্গ কথাটির একদিকে
ভালবাসা
অন্যদিকে শ্রদ্ধাভাজন স্মৃতির
সাহচর্য
স্মৃতি এক অবিশ্বাস্য ইষ্টিকুটুম পাখি, যদিও পাখি বিষয়ক কবিতা লিখতে গিয়ে দেখেছি তার নিজস্ব একটা ছবি আছে ছায়া আছে মনখারাপের দেয়াল আছে, বহুদিন অব্যবহৃত দেয়ালগুলি জল খেতে খেতে যেমন একদিন ধুলো হয়ে যায়
সেই ধুলোয় মিশে থাকা চরিত্রগুলো কে যেন কখন স্বপ্নে এসে উঁকি মেরে যায় জানি না...
শুধু আমার মনের গভীরে যে পাথরের সনদ লুকানো আছে যার নাম পূর্বপুরুষগণ দিয়েছেন শালগ্রাম শিলা তাকে নিয়ে এখনো কোনো কবিতা লেখা হল না...
স্মৃতি এক অবিশ্বাস্য ইষ্টিকুটুম পাখি, যদিও পাখি বিষয়ক কবিতা লিখতে গিয়ে দেখেছি তার নিজস্ব একটা ছবি আছে ছায়া আছে মনখারাপের দেয়াল আছে, বহুদিন অব্যবহৃত দেয়ালগুলি জল খেতে খেতে যেমন একদিন ধুলো হয়ে যায়
সেই ধুলোয় মিশে থাকা চরিত্রগুলো কে যেন কখন স্বপ্নে এসে উঁকি মেরে যায় জানি না...
শুধু আমার মনের গভীরে যে পাথরের সনদ লুকানো আছে যার নাম পূর্বপুরুষগণ দিয়েছেন শালগ্রাম শিলা তাকে নিয়ে এখনো কোনো কবিতা লেখা হল না...
No comments:
Post a Comment