প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব

বাতায়ন/ডিভোর্স/ সম্পাদকীয় /৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ , ১৪৩২ ডিভোর্স | সম্পাদকীয় "কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অত...

Saturday, July 26, 2025

আবাদ করলে ফলত সোনা... | রতনলাল আচার্য্য

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
রতনলাল আচার্য্য
 
আবাদ করলে ফলত সোনা...
 

জানা-অজানার যুগপৎ লড়াই চলছে, চলুক। সময় তো থেমে নেই একেবারেই। কালের চিত্রপটে ইতিহাস হয় না অনেক কিছুই। অসার জীবনের সার খুঁজতে যাঁরা করেছেন জীবন প্রণিপাত তাঁরা মহান। সময়ের চোরাবালিতে হারিয়ে যায় না তাঁদের চিরাচরিত কারুকাজ। আবার যাযাবররাও হারিয়ে যায় একেবারেই, সেটাই বলি কী করে?

 
আমাদের চেতনা এখন মধ্যাহ্নের সমান বড়। ঢলে পড়া সূর্যের কাছে আর কিছুই নেই চাইবার। তোমরা যেটুকু আয়নায় দেখ সেটাই কী সত্য হয় চরাচরে? আসল নকলের ফারাক সবটাই বিম্বিত হয় না কালের দর্পণে। কত অমানুষও সারস্বত খুঁজে পায় জীবন সায়াহ্নে! সময়ের বিবর্তনে এককলা চাঁদটাও পূর্ণতা পায় পক্ষকাল পরে।
 
চিন্তার বলিরেখা যতই ফুটুক অবয়ব জুড়ে শেষটায় তুমিও হতে পারো দিনান্তের সার্থক পথিক। নদীয়ার পথে মাধুকরী করা সন্তদের চোখেও স্বপ্ন ছিল উত্তরণের। জাগতিক বেশভূষায় অভ্যস্ত এই আমি কী করে বিদায় নিই রিক্তহস্তে?
 

No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)