বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
রতনলাল আচার্য্য
হলো
না চাতকের সমুদ্রস্নান...
ডিভোর্স | কবিতা
রতনলাল আচার্য্য
জলের তৃষ্ণা মেটাব বলে
মৃগনাভি হাতে ছুটে চলেছি দিগ্বিদিক।
মাথার উপর চক্কর খেয়েছে
প্রেমাংশু মেঘ
জমকালো করে দিয়ে হৃদয় চত্বর।
No comments:
Post a Comment