প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব

বাতায়ন/ডিভোর্স/ সম্পাদকীয় /৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ , ১৪৩২ ডিভোর্স | সম্পাদকীয় "কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অত...

Saturday, July 26, 2025

হলো না চাতকের সমুদ্রস্নান... | রতনলাল আচার্য্য

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
রতনলাল আচার্য্য
 
হলো না চাতকের সমুদ্রস্নান...
 

জলের তৃষ্ণা মেটাব বলে
মৃগনাভি হাতে ছুটে চলেছি দিগ্‌বিদিক।
মাথার উপর চক্কর খেয়েছে প্রেমাংশু মেঘ
জমকালো করে দিয়ে হৃদয় চত্বর।

বাদী করে রেখো না সময়ের আদালত
মূর্খ আগন্তুককে করে দিও ক্ষমা।
আড়াই চালে হেরে গেছি সময়ের পাশায়
চৈতন্যের উদয় হলো সেই বিকেলবেলায়।
 
হলাহল পান করে আমিও যে শ্রান্ত
সহসা মেলেছি পাখা।
দিগন্তের রেখা খুঁজে ফিরছি আজো
হয়ে গেছি বড্ড একা...
 

No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)