প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব

বাতায়ন/ডিভোর্স/ সম্পাদকীয় /৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ , ১৪৩২ ডিভোর্স | সম্পাদকীয় "কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অত...

Saturday, July 26, 2025

নিভৃত | প্রবীর বন্দোপাধ্যায়

বাতায়ন/ডিভোর্স/গল্পাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | গল্পাণু
প্রবীর বন্দ্যোপাধ্যায়
 
নিভৃত

"আমি হতবাক! যার সাথে কোনদিনই কথা হয়নি চোখাচোখি হওয়া ছাড়া তাঁর মুখে এমন কথা! বললামকেন?"

আজ আমার সহযাত্রী বা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কেউ আসেনি। মনে হয় রাজ্য সরকারের ছুটি। ট্রেনে বসা প্রায় ভুলে গেছি। তাই ভাবলাম আজ একটু চোখ বুজে ট্রেন যাত্রা উপভোগ করি।


বসতে গেছি শ্যামলা মতো মহিলা যাকে প্রায়ই এই কামরায় দেখি সরে গিয়ে পাশের আসনটি আমাকে ছাড়লেন। কিন্তু বসার পরে উনি যেন একটা চকলেট বোমা ছুড়লন,
-আপনার ওপর আমার খুব রাগ
আমি হতবাক! যার সাথে কোনদিনই কথা হয়নি চোখাচোখি হওয়া ছাড়া তাঁর মুখে এমন কথা! বললাম,
-কেন?
-ওই যে নীল শাড়ি— আপনি ওর সাথে এত কথা বলেন কেন?
বুঝলাম কার কথা। কিন্তু আমার কিছু জিজ্ঞেস করার আগেই ভদ্রমহিলা নেমে গেলেন। আর দেখাও হয়নি। কিন্তু এমন একটা অনুযোগ কী কারণে এই রহস্যটি অজানা রয়ে গেল।
 
সমাপ্ত


No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)