বাতায়ন/ডিভোর্স/অনুবাদ কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | অনুবাদ কবিতা
সুস্মিতা পাল
আমাদের
বিবাহ বিচ্ছেদের দিন
মূল
কবিতা- রুথ লেপসন
দ্য
ডে অফ আওয়ার ডিভোর্স হিয়ারিং
ডিভোর্স | অনুবাদ কবিতা
সুস্মিতা পাল
রেস্তোরাঁয় দুপুরে দারুণ খাওয়ালে!
পরস্পর আমরা বোধহয় এত মরমী
আগে কখনো ছিলাম না।
"তুমি একইরকম আছ, অগোছালো।"
বলে উঠলে, দুজনেই মন খুলে হাসলাম।
তারপর পার্কিং লটে দাঁড়িয়ে
শেষ কথাটা আমাকে বলতে বললে।
খুব ক্লান্ত লাগছিল, চিরকাল সবকিছু গোছাতে গোছাতে।
"তুমি বলো"।
তুমি একটাও শব্দ ভেবে পেলে না।
তাই আমাদের সাদা গাড়িটার দিকে এগিয়ে গেলে। আমিও লাল গাড়ির সামনে।
এসব তিনবছর আগের কথা।
এখন অসব শুধুই যেন গল্প।
শেষের দিনগুলোতে মনে হত,
কিন্তু সেইদিন আমরা কী সদয় যে ছিলাম।
যখন সবকিছুই অর্থহীন।
No comments:
Post a Comment