প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব

বাতায়ন/ডিভোর্স/ সম্পাদকীয় /৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ , ১৪৩২ ডিভোর্স | সম্পাদকীয় "কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অত...

Saturday, July 26, 2025

কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | ধান ও মাঠের কবিতা

বাতায়ন/ডিভোর্স/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | ধান ও মাঠের কবিতা
অমিতাভ দাশগুপ্ত
 
ধান ও মাঠের কবিতা
 

ধানের বুকের দুধে হাত দাও।
মনে হবে, নারী।
আমি সেই নারীকে জপাতে
সারারাত উবু হয়ে বসে থাকি হেমন্তের মাঠে-
যার নাম বাসমতী,
যার নাম পদ্মা, কামিনী।

 
মাঝখানে সরু আল। দু-ধারে লুঠেরা, ঠগি, খুনি।
হেটো-চাষা হয়ে বসি সেইখানে,
এমন আনাড়ি,
ধানের বুকের দুখে হাত দিই।
কেঁপে ওঠে নারী।
 

 
মাঠও রমণীর মতো। সহজে সে হয় না তোমার।
সদ্য-পরিণীতা কোনো ভয়ে কাঠ-কিশোরীর প্রায়
তাকেও জাগাতে হয় জলসেকে, মৃদু বলাধানে
পটিয়ে-পাটিয়ে হয় ফলনের যোগ্যা করে নিতে।
 
তারপর সে-ই হবে রতিপটিয়সী,
নিবিড় বর্ষণ ছাড়া কিছুতে সুপ্রসন্না হবে না,
ধানের বুকের দুধে আলগোছে দাঁত দিলে তুমি
তৃপ্তির শির শির শব্দে মুদে আসবে হেমন্তের মাঠ।
 
সংগৃহীত; সৌজন্যে জয়িতা বসাক
 
 

No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)