প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব

বাতায়ন/ডিভোর্স/ সম্পাদকীয় /৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ , ১৪৩২ ডিভোর্স | সম্পাদকীয় "কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অত...

Saturday, July 26, 2025

ডিভোর্সীর প্রেম | মোঃ আব্দুল রহমান

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
মোঃ আব্দুল রহমান
 
ডিভোর্সীর প্রেম
 

ফেলে আসা অনুভূতিরা ডাকছে এখনো
হৃদয়ে লবণাক্ত জলের হ্রদে হাবুডুবু খাচ্ছে
পরিত্যক্ত শব্দের কথামালা—
বিরহ আবেগ ব্যাকুলতা সাঁতার কাটে রোজ
পূর্ণিমার চাঁদ যেন কলুষিত আজ প্রাণে প্রাণে।

 
স্বর্গীয় বন্ধন তবুও চিরন্তন সুখ দিতে অক্ষম
নিবিড় প্রেমের প্রতিকূলতার জালে আটক
ডুকরে ডুকরে মরে রোজ—
প্রভাতীবেলা শিশিরমাখা ঠোঁট অপেক্ষায়
সখার প্রতিবিম্ব ভেসে ওঠে সন্তানের মুখে।
 
ভালবাসা কখনো মরে না!
প্রত্যেহ সূর্যাস্তের সাথে পাড়ি দিতে আবার জাগে
নিস্তব্ধ নিশীথে সাজায় বাতিঘর! একলা মনে
স্মৃতির আঙিনায় প্রতিফলিত ফুলশয্যার রজনী
আঁতকে ওঠে চিত্ত, হয়তো ডাকছে প্রিয়তম আবার
বিচ্ছেদ কখনো মারতে পারে না অমর প্রেম!
 

No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)