প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Wednesday, July 23, 2025

বাবা, মা আর খুকি [১ম পর্ব] | অঞ্জনা মজুমদার

বাতায়ন/ডিভোর্স/ছোটগল্প/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | ধারাবাহিক গল্প
অঞ্জনা মজুমদার
 
বাবা, মা আর খুকি
[১ম পর্ব]

আন্টি ধীরে ধীরে বাবার সব কাজও করতে শুরু করল। একদিন রাতে মা-বাবার কথা কাটাকাটি শুনে ফেলল দীপান্বিতা মানে খুকি।


ভালই চলছিল বাবা তপনজ্যোতি, মা সুমনা আর খুকি দীপান্বিতার সংসার। বাবা কলেজ থেকে ফিরে সন্ধ্যাবেলায় তিনজন একসাথে চা-মুড়ি-তেলেভাজা বা চানাচুর খেতে খেতে বাবার কলেজের গল্প, মায়ের স্কুলের গল্প আর খুকির বন্ধুদের সব গল্প করত তিনজন মিলে আনন্দে। কিন্তু সেইদিনটা ছিল আলাদা যেদিন সন্ধ্যাআন্টি একটা ব্যাগ নিয়ে গ্রাম থেকে ওদের বাড়িতে এল।


আসলে সন্ধ্যাআন্টি বাবা-মা দুজনেরই পরিচিত গ্রাম সূত্রে। ওর বাবা-মা কেউ নেই, স্বামীও দূরদেশে কোথায় যেন চাকরি করতেন। কিন্তু তিনিও মারা গেছেন। তাই সাহায্য চাইতে দুচোখে জল নিয়ে এসে পড়েছে দাদা-বৌদির সংসারে।
তপনজ্যোতি সুমনার দিকে তাকিয়ে। সুমনা বললেন,
-যতদিন ওর একটা কাজের জোগাড় না হচ্ছে, ততদিনে এখানেই থাকুক।
সন্ধ্যাআন্টি বলল,
-আমি তোমার সব কাজ করে দেব বৌদি। আমাকে তোমাদের সংসারে একটু ঠাঁই দাও।
বলে মায়ের পা জড়িয়ে ধরল। নরম মনের মা বললেন,
-থাক থাক, পা ধরতে হবে না তুমি এখানেই থাক।
সেই থেকে আন্টি রয়ে গেল। ধীরে ধীরে বাড়ির সব কাজ আন্টি দখল করে নিল। খুকি দেখেছে নরম মনের মা ছেড়ে দিয়েছেন সব কাজ। একটু হয়তো নির্ভর করতে শুরু করেছিল। খুকিও ভালই বেসেছিল আন্টিকে।
আন্টি ধীরে ধীরে বাবার সব কাজও করতে শুরু করল। একদিন রাতে মা-বাবার কথা কাটাকাটি শুনে ফেলল দীপান্বিতা মানে খুকি।
মা রেগে বলছেন,
-সন্ধ্যা আজকাল বড্ড গায়ে পড়ে তোমার খাওয়া, জামাকাপড়, টিফিন সবটাতেই নাক গলায় কেন?
বাবা চাপা গলায় বললেন,
-আস্তে সু, খুকি জেগে যাবে। তাছাড়া তুমিই তো ওর হাতে সব কিছু ছেড়ে দিয়েছ। তোমারও তো পরিশ্রম কমে গেছে।
মা রেগে গেলেন,
-আমি আগে কাজ করতাম না? না তোমার টিফিন রান্না করে দিইনি?
বাবা চাপা গলায় বললেন,
-তুমি কি আমায় সন্দেহ করছ?
-বাধ্য হয়ে করছি। আমার আর সহ্য হচ্ছে না।
-অসহায় একটা মেয়ে কোথায় যাবে বলো?
-যে কোনও হোমে রাখার ব্যবস্থা করে দাও।
-হঠাৎ করে কোনও হোমে চলে যেতে বলা যায় নাকি?
-ওকে হোমে না পাঠালে আমাকেই একটা ব্যবস্থা নিতে হবে।
বলে মা পাশ ফিরে শুলেন। এপাশ-ওপাশ করে বাবারও নাক ডাকতে শুরু করল। খুকিও একসময় ঘুমিয়ে পড়ল।
 
ক্রমশ…

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)