বাতায়ন/ডিভোর্স/গল্পাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স
| গল্পাণু
বিপ্লব নাসিপুরী
আত্মজা
"চোখে খুশির বারি ছলছল করে উঠলো। মনে দ্বিধাভাব। সমস্ত অপমান অত্যাচার দূরে রেখে সে বললে "আর কী নতুন করে শুরু করা যায় না।"
পলাশ কেবিনে প্রবেশ করতেই অনিমা আয়ামাসিকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। নার্সিংহোমের ছোট্ট বেডে উল্টোদিকে মুখ করে শুয়ে আছে রিয়া।
রিয়ার পাশে ছোট্ট বেডে সদ্যোজাত শিশু।পলাশ অপমানের বোঝাকে তুচ্ছ
করে ছুটে এসেছে আত্মজার জন্য। ধীর পদক্ষেপে এগিয়ে গেল তার দিকে।একঝলক তাকিয়ে
বিস্ময়ে অভিভূত হয়ে গেল। কাকে দেখছে সে।সেই নাক, সেই মুখ, যাকে সে রোজ দেখে
ড্রয়িংরুমে। যাকে সে হারিয়েছে শৈশবে। যার স্মৃতি বলতে শুধু টুকরো টুকরো স্বপ্ন। তার
প্রিয় মা। চোখে খুশির বারি ছলছল করে উঠলো। মনে দ্বিধাভাব। সমস্ত অপমান অত্যাচার দূরে
রেখে সে বললে "আর কী নতুন করে শুরু করা যায় না।" যাকে উদ্দেশ্যে করে এই
স্বীকারোক্তি তার কোনো হেলদোল নেই। প্রগাঢ় নিস্তব্ধতা বিরাজ করছে ঘরের ভেতরে। যেন
কালবৈশাখির পূর্বের নীরবতা।
সমাপ্ত
No comments:
Post a Comment