প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Saturday, July 26, 2025

নিঃসঙ্গ কেউ | কাজল আচার্য

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
কাজল আচার্য
 
নিঃসঙ্গ কেউ
 

হাত থেকে উড়ে যাওয়ার গ্যাস বেলুনের
মায়াসহ পড়ে থাকে একক মানুষ
যেভাবে ট্রেন চলে গেলে কখনো মনে হয়


ট্রেন যায়নি এ পথে কোনদিন।
লাল আলো যেন ভয়াবহ জং ধরা -
ধূসর সেতু।
সে ছিল আলোড়ন তুলে ফিরে গেছে
নিজস্ব কক্ষে কয়েক মাস হল।
আমাদের ফসলের সবুজ রং ধরে রাখার
দ্বায়ভার নিয়ে এক জন
বসে বসে ভাবে নদীতে ঢেউ ছিল
ঢেউের মাথায় সাদা ফেনা
বিবাহ বন্ধনে ছিন্নবিচ্ছিন্ন নিঃসঙ্গ খাটে
পড়ে থাকা ভয়াবহ স্মৃতির পাহাড়।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)