বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
অঞ্জন ব্যানার্জ্জি
ছেঁড়া
পাতা
ডিভোর্স | কবিতা
অঞ্জন ব্যানার্জ্জি
নজরুল মঞ্চে সংগীতের আসর
পূর্ণ প্রেক্ষাগৃহে এককোণে আমার
অন্যকোণে তোমার
আসন
গতবার ছিল পাশাপাশি
নিঃশ্বাস নিঃশ্বাসে বাঁধা
গতবার বেজেছিল ইমন
এবার বাজছে মালকোষ
প্রবেশদ্বারে হয়েছে দেখা
করেছি শুভেচ্ছা বিনিময়
গতবারের সুখী দম্পতি
এবারের ভাল বন্ধু
ডিভোর্সের পর তাই বলি।
গতবার বেজেছিল ইমন
এবার বাজছে মালকোষ
প্রবেশদ্বারে হয়েছে দেখা
করেছি শুভেচ্ছা বিনিময়
গতবারের সুখী দম্পতি
এবারের ভাল বন্ধু
ডিভোর্সের পর তাই বলি।
No comments:
Post a Comment