বাতায়ন/ডিভোর্স/ছড়া/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | ছড়া
উদয় নারায়ণ
বাগ
ষাঁড়
গাভী কুলের ভোমরা
পেঁচিয়ে লেজ দোমড়া
পথের মাঝে ঘুরে বেড়ায়
মুখটা করে গোমড়া।
খায় বিলাতি কুমড়া,
গতরখানি ধুমড়া,
বয়সখানি অনেক হলো
এখনো সে থুবড়া।
শিং দুটি তার গাঁইতি
ঘণ্টা বাজায় বাইতি
আগে ষাঁড়ের মালিক ছিল
গোপাল কুমার মাইতি।
নয়তো সে যে দামড়া
গোবর মাখা চামড়া
পচর-পচর জাবর কাটে
চিবিয়ে টক আমড়া।
জোরে ডাকে হাম্বা
কেঁপে ওঠে থাম্বা
মালা হাতে পূজতে আসে
রম্ভার মেয়ে সাম্বা।
ধার ধারে না গোয়াল,
শক্ত হাড়ের চোয়াল,
ঘুরেফিরে জীবন কাটায়
ডাঙার আস্ত বোয়াল।
ডিভোর্স | ছড়া
পেঁচিয়ে লেজ দোমড়া
পথের মাঝে ঘুরে বেড়ায়
মুখটা করে গোমড়া।
এখনো সে থুবড়া।
ঘণ্টা বাজায় বাইতি
আগে ষাঁড়ের মালিক ছিল
গোপাল কুমার মাইতি।
গোবর মাখা চামড়া
পচর-পচর জাবর কাটে
চিবিয়ে টক আমড়া।
কেঁপে ওঠে থাম্বা
মালা হাতে পূজতে আসে
রম্ভার মেয়ে সাম্বা।
ডাঙার আস্ত বোয়াল।
লেখাটা একটা রম্য লেখা যা পাঠকদের মনে হাসির খোরাক যোগাবে। লেখাটা পড়ুন আর মজা নিন। সম্পাদকের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ReplyDelete