বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
দীপজয় সরকার
চেয়ে
থাকে
ভালবাসার রোশনাই আজ নিষ্প্রভ।
যার প্রণয়ছত্রে নিয়েছিলাম আশ্রয়,
সেখানেই ঝরে পড়ে
বৃষ্টি দুঃখ।
প্রণয় সাগরে আজ ভাটা।
ক্ষয়িত চন্দ্র কালো মেঘে ঢাকা।
ফিনিক্স পাখি আর আসে না
প্রনয়ের দীপশিখা জ্বালাতে।
আসে না কথার সুর।
শুধু মিথ্যেরা উঁকি দিয়ে যায়।
শূন্য হৃদয় এঁকে যায়
নির্বাক প্রতিচ্ছবি।
তবুও,
চেয়ে থাকে অতীতের বুক চিরে।
ডিভোর্স | কবিতা
দীপজয় সরকার
যার প্রণয়ছত্রে নিয়েছিলাম আশ্রয়,
বৃষ্টি দুঃখ।
ক্ষয়িত চন্দ্র কালো মেঘে ঢাকা।
ফিনিক্স পাখি আর আসে না
প্রনয়ের দীপশিখা জ্বালাতে।
আসে না কথার সুর।
শুধু মিথ্যেরা উঁকি দিয়ে যায়।
নির্বাক প্রতিচ্ছবি।
তবুও,
No comments:
Post a Comment