প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Wednesday, July 23, 2025

কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | বুকের বাংলা ভাষা

বাতায়ন/ডিভোর্স/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতাগুচ্ছ | অমিতাভ দাশগুপ্ত | বুকের বাংলা ভাষা
অমিতাভ দাশগুপ্ত
 
বুকের বাংলা ভাষা
 

যত দূরেই যাচ্ছি
তোদের পায়ের শব্দ পাচ্ছি।
তোরা আমার সঙ্গ ছাড়িস না,
আঁচল পেতে আছেন বসে
ঐ আমাদের মা,
একজোটে ঐ দুঃখিনীটির ঘরের দাওয়ায় যাবো
খুঁদকুড়ো যা পাই, সব্বাই খাবো।

 
মাটি এখন জংলা
ঐখানে ঠায় আছেন বসে
দুঃখিনী মা বাংলা,
মায়ের দুধের মতন সরল ভাষা,
এবার থেকে হোক আমাদের নিত্যি যাওয়া-আসা।
যাচ্ছি মানে আসছি
দূর থেকে কার পায়ের শব্দ
শ্রবণে টের পাচ্ছি।
 
যতই আকাশ গর্জায়
তোদের আমার অস্থি মাংস মজ্জায়
ফিনিক দিয়ে উঠছে
তবু বুকের বাংলা ভাষা-
এবার থেকে ঐখানে হোক নিত্যি যাওয়া আসা।
 

সংগৃহীত; সৌজন্যে জয়িতা বসাক
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)