প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Wednesday, July 23, 2025

জাগিলে না হবে ঘর চুরি... | রতনলাল আচার্য্য

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
রতনলাল আচার্য্য
 
জাগিলে না হবে ঘর চুরি...
 

বহতা নদীকে শুনিও না জড়ভরতের গল্প।
সুজন নাইয়ার নাও এখন ভাটির পথে।
এই লগ্নভ্রষ্টা সময়কে অহেতুক দায়ী করে লাভ নেই।
বরং ভাবো কী করে রুখবে কামনদীর ভারী তরঙ্গ!

 
রাহুকাল শেষ হয়েছে একটু আগে।
মিলিয়ে যায়নি এখনও আকাশের পাণ্ডুবর্ণ।
বসন্ত তাই ঘুমিয়ে আছে হিমালয়ের আদিম গুহায়।
জমকালো স্বপ্নগুলো এখন আর
বিম্বিত হয়না দুচোখের নগ্ন পাতায়।
 
শিয়রে জ্বালিয়ে রেখো মোমের প্রদীপ।
শেষরাতে আসতেও পারেন রমণক্লান্ত চন্দ্রদেব।
আনকথায় কান ভারী করো না
রাতশেষে খুলবে যে সত্যের আদালত…
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)