প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Saturday, July 26, 2025

বিচ্ছেদের বলি | সুমিতা চৌধুরী

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
সুমিতা চৌধুরী
 
বিচ্ছেদের বলি
 

তোমাদের বিচ্ছেদে আমি আজ অসহায়,
জটিলতা ঘিরে ধরেছে জীবনে ও যাপনে।
আদালতের ফরমানে, আইনের মারপ্যাঁচে,
কোণঠাসা আমি, বাঁচি বলো কেমনে?

 
জীবনের প্রতি পদক্ষেপে আমার,
মা-বাবা দুজনেই সম গুরুত্বপূর্ণ।
একজনের শূন্যস্থানে বলো আমি,
জীবনকে কী করে করি পূর্ণ?
 
একটা কালির আঁচড় জানায়
তোমাদের হার-জিৎ,
আমার মূল্য নগণ্য সেখানে,
আমি হই এক মানসিক রোগের পথিকৃৎ!
 
যদি বিচ্ছেদই ছিল অবশ্যম্ভাবী,
তবে কেন করলে এ বীজ রোপণ?
উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো ছাড়া কি,
কোনো আগামী অঙ্কুরের হয় সঠিক পোষণ?
 
আমি তাই আজ অর্ধমৃত,
তোমাদেরই নিঠুর অবদানে।
দিও না কোনো সন্তানকে আর বলি,
তোমাদের বিচ্ছেদের তত্ত্বাবধানে।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)