বাতায়ন/গল্পাণু/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির
সান্যাল সংখ্যা | গল্পাণু
প্রদীপ
কুমার দে
ঝড়
তোলপাড়
"স্টিলের চেয়ারে বসিয়ে ভাল করে দেখলাম, আমার বড় চেনা বড় কাছের আমার মেয়ে সুপ্তি। ও আমাকে চিনতে পারল।"
ঝড় উঠেছে। এক মিনিটে যেন সব লন্ডভন্ড হয়ে যাবে দুনিয়া। চোখে-মুখে ধুলো, দৌড়ে পালিয়ে কোনও শেড খুঁজছি, সামনেই সপাটে একজন ধাক্কা খেয়ে আছড়ে পড়ল পথে, কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে ওকে টেনে তুলে টান মারলাম, মনে হল এক মহিলা।
আশ্রয় নিলাম এক
বাসস্ট্যান্ডে। স্টিলের চেয়ারে বসিয়ে ভাল করে দেখলাম, আমার বড় চেনা বড় কাছের আমার মেয়ে সুপ্তি। ও আমাকে চিনতে
পারল।
বহু পুরোনো স্মৃতি হোঁচট খেল।
পনেরো বছর আগের ঘটনা আমার মনকে টলিয়ে দিল।
সমাপ্ত
সারস্বত শুভেচ্ছা জানাই সম্পাদক, কবি লেখক আর পাঠকজনে 🙏❤️👍
ReplyDeleteধন্যবাদ রসরাজ।
ReplyDeleteখুবই ভাল লাগল
ReplyDelete