প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Thursday, August 7, 2025

ঝড় | তারক নাথ সাহা

বাতায়ন/ছড়া/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া
তারক নাথ সাহা
 
ঝড়
 

বিকেলবেলায় খেলার মাঠে
মেঘ ডাকে কড় কড়,
নাকে চোখে উড়িয়ে ধুলো
আসল ছুটে ঝড়।

 
শিশু-কিশোর ছুটোছুটি
কে পালাবে কোথা,
ঝড়ের সাথে বারিপাতে
ভিজছে সবার মাথা।
 
পুকুর পাড়ে হুড়মুড়িয়ে
ভাঙছে গাছের ডাল,
ঝড়ঝাপটা লেগেই থাকে
এমন চিরকাল।
 
আয়লা নামের ধ্বংসলীলা
তবুও মন না ভরে
দিগ্‌দিগন্তের ঝরা পাতা
ঝড়েই নৃত্য করে।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)