প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Saturday, August 9, 2025

আমি কাননদেবীর প্রেমিক | শিশির আজম

বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
শিশির আজম
 
আমি কাননদেবীর প্রেমিক
 

যা হোক নিজেকে আমি সফল মানুষই ভাবি
হ্যাঁ
হস্তশিল্প প্রদর্শনীশালা থেকে অনেক দূরে
কাননদেবীর যারা প্রেমিক ছিলেন সাচ্চা প্রেমিক
যাদের রোজগারপাতি ছিল না
নিজেকে আমি তাদেরই একজন দাবি করি

 
আমি জানি আমার অমানুষিক ব্যর্থতা জানি আমার ন্যাচারাল রেডিয়েশন
চতুর্দশ কংগ্রেসে লেনিন আমার প্রস্তাবটা উত্থাপনই করলেন না
বিতর্কের জন্য
কিন্তু আমি বুভুক্ষ ছিলাম
আর অমাবস্যায় তন্ত্রসাধিকার প্রাগৈতিহাসিক দুর্গাটুনটুনি
বড় কথা হল
সাফল্যের বাসনা আর আন্দালুসিয়ান জিপসি ব্লুজ
আমাকে ছেড়ে যায়নি
 
আমি সফল এটা তোমরা মানবে না
তোমরা ব্যর্থ এটা আমি মানব না
তাহলে এস দাঁড়াই আমাদের ছোট ছোট অর্গ্যানিক ব্যর্থতার সামনে
ওরা কি ব্যর্থতা
ওরা কি কঙ্কাল
বিস্মিত হয়ো না দেখো আমাদের যত বোধিমূল ডার্ক সাকসেস
ওরা আমাদের দিকে তাকিয়ে আছে
নিহত কাননদেবীর আশকারা ছাড়াই
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)