প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Saturday, August 9, 2025

বেহালা বাজায় | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
বেহালা বাজায়
 

পথে আলপথে বডি পড়ে আছে
পুরুষ না নারী সেটা বিবেচ্য নয়
আজ কবিতা সিংহ বেঁচে থাকলে বলতেন নারী নয়
মানুষ বলতে শিখুন, নবনীতা দেব থাকলে বলতেন

চাঁদ এসে থমকে গেছে বহুতলে আর কী আশ্চর্য অসীমে মাথা কুটছে, আজ এই দুহাজার চব্বিশের ডিসেম্বরেও লালসাকে ফালাফালা করতে পারেনি কোনও ছু্রি...
তাহলে আমি চাঁদের দিকে তাকাব কী করে?
মুখ পুড়ে যায়
জ্যোৎস্না বাঁচিয়ে চলি
আমি কে, আমি কেন, আমার কি কোনও সংঘাতজটিল অস্তিত্ব আছে সমাজের কাছে
এরকম অসংখ্য ভুল প্রশ্নের বিপরীতে গলা সাধি
 
অথচ রোজ রাতে প্রতিবাদ প্রতিরোধ মশালমিছিল
যে সব শব্দ বিস্ময়, মুখে আনতে লজ্জা হয়
অশ্লীলতা লঙ্ঘন করে ঘটে যায় আরজিকর ছাড়িয়ে কাটোয়ায়, কৃষ্ণনগর থেকে ফালাকাটায়
পা হাড় থেকে জঙ্গলে
তবু পূর্ণিমার সন্ধ্যায় নাকি কেউ কেউ বেহালা বাজায়...
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)