বাতায়ন/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | শিল্পিত ইতিহাস
মণিজিঞ্জির সান্যাল
শিল্পিত
ইতিহাস
কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | শিল্পিত ইতিহাস
মণিজিঞ্জির সান্যাল
হাত বাড়ালেই নীল রঙের বিশাল
হিমালয়
হাত বাড়ালেই লম্বা লম্বা
গাছের জঙ্গল ছোঁয়া
নীল ধোঁয়া হালকা মেঘ
শাশ্বত শিল্পিত ইতিহাস
একটা ঘৃণার দেওয়াল ধ্বংসের
মুখোমুখি
মন্ত্রীদের প্রমোদ ভ্রমণ কোটি
টাকা
বক্তৃতায় জনগণের মুখে চকলেট
নির্লজ্জ মিথ্যাচার
রেনিগেডের প্রতিবিম্ব
সহজে জানতে পারেনা সহজ সরল ঐ মানুষেরা
স্বপ্ন দেখি আজও
শব্দ ভেসে যায়
গভীর শূন্যতায় অন্য এক পৃথিবী
ছায়াঘেরা দুটি পাতা একটি কুঁড়ি
নদীর বাঁধের উপর বহমান আঘ্রাণ হিমেল
দীর্ঘ পথের অপেক্ষা
নির্জন পাহাড়ে একই ব্যথা
আপন জনের মুখের ছবি ভাসে
বক্তৃতায় জনগণের মুখে চকলেট
নির্লজ্জ মিথ্যাচার
রেনিগেডের প্রতিবিম্ব
সহজে জানতে পারেনা সহজ সরল ঐ মানুষেরা
স্বপ্ন দেখি আজও
শব্দ ভেসে যায়
গভীর শূন্যতায় অন্য এক পৃথিবী
ছায়াঘেরা দুটি পাতা একটি কুঁড়ি
নদীর বাঁধের উপর বহমান আঘ্রাণ হিমেল
দীর্ঘ পথের অপেক্ষা
নির্জন পাহাড়ে একই ব্যথা
আপন জনের মুখের ছবি ভাসে
No comments:
Post a Comment